ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সরাইলে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, অটোরিক্সা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ১৩ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় গাঁজাবহনকারী একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা এলাকা থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও অটোরিক্সা চালক পালিয়ে যায়।
    
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, পাচারকারীরা একটি অটোরিক্সা করে এই গাঁজা বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে আশুগঞ্জ নেয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোড এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এক পর্যায়ে অটোরিক্সাটি চেকপোষ্ট অতিক্রমকালে এটিকে থামাতে সিগন্যাল দিলে তারা উপেক্ষা করে পালিয়ে যেতে থাকে। পরে পুলিশ অটোরিক্সাটিকে পেছন থেকে ধাওয়া দিলে মালিহাতা এলাকায় রেখে এর চালক ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১৬টি প্যাকেটে রাখা ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি