ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ১৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

বগুড়া জেলার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক কোকিল চন্দ্র মণ্ডলকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। 

রায়ে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- জেলার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দনবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। 

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিল। নিহত কৃষক কোকিল চন্দ্র মণ্ডল ওই এলাকার শ্যামল চন্দ্র মণ্ডলের ছেলে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু। 

তিনি বলেন, “২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি ও রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।”

তিনি আরও বলেন, “কোকিল ও দণ্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল।” 

আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, কৃষক কোকিল চন্দ্র হত্যায় দণ্ডপ্রাপ্ত ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি