ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শয়নকক্ষ থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১৩ জুন ২০২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বেসরকারি সংস্থা আশা অফিসের ভাড়া বাড়ির শয়ন কক্ষ থেকে রোববার রাত ১২টার পর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মেহেদী হাসান (১৩)।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত মেহেদী হাসান রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে ও কেন্দ্রীয় হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

জানা যায়, এ ঘটনার আগে রোববার রাত ১০টার দিকে ওই ভাড়া বাড়িতে একশ' টাকা নিয়ে ছোটভাই মেহেদী হাসান ও বড়ভাই তারেক হাসানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মেহেদী তার শোবার ঘরে চলে যায়। এসময় মা মাজেদা বেগম, তারেক ও বাড়ির অন্যান্য সদস্যরা ঘরে টিভি দেখছিল। ঘন্টাখানেক পর রাতের খাবার খাওয়ার জন্য মেহেদীকে ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এসময় ওই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি পুলিশ নিয়ে গিয়ে ওই ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওসি জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি