ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৭, ১৪ জুন ২০২২

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ছবি তোলার সময়ে পড়ে গিয়ে রোহান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি পৌঁছুলে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় রোহান। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। 

নিহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মো. রায়হানের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

চুয়াডাঙ্গা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান বলেন, চলন্ত ট্রেনের ট্রাফিক সিগন্যালে হাত বেধে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় এবং রাতেই ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি