ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হিলিতে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৭, ১৪ জুন ২০২২

‘স্থলপথে বাণিজ্য বৃদ্ধি দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি’ এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সাথে স্থলবন্দর সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় বন্দরের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে বন্দর থেকে শত শত কোটি টাকা রাজস্ব দিলেও হিলি স্থলবন্দরের সড়কগুলো খুবই জরাজীর্ণ তাই বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সড়কগুলো চার লেনে উন্নিতকরণসহ বন্দরের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের দাবি জানান।

এরপরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

এসময়ে সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান, বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, পানামা হিলি পোর্ট লিংকের ম্যানেজার অশিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকেই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি