ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে জনশুমারি ও গৃহগণনা কর্মসূচির উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ১৪ জুন ২০২২ | আপডেট: ১৫:৪০, ১৪ জুন ২০২২

‘জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ স্লোগানে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা-২০২২ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যান ব্যুরো ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

র‌্যালীতে জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন, বিএনসিসির মেজর সারওয়ার, পরিসংখ্যান ব্যুরো নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. তানজিব হাসান ভূঞাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিএনসিসি ও শুমারী কর্মীরা অংশগ্রহণ করেন।

১৫ জুন থেকে সারাদেশের ন্যায় নোয়াখালীর ৯টি উপজেলাকে ৭৫টি জোনে ভাগ করে মোট ৬ হাজার ৫০৯টি এলাকায় শুমারি শুরু হবে। এসব এলাকার বিপরীতে শুমারি গণনায় মোট ৬ হাজার ৪৩৭ জন কর্মী ও ১ হাজার ১১৪ জন সুপারভাইজার অংশ নেবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি