ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ঋণের চাপে গলায় ফাঁস!

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৫৪, ১৪ জুন ২০২২

ঢাকার নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিনোদ হালদার (৪৩) নামে এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার নতুন বান্দুরার হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় মৃত নিতাই হালদারের ছেলে।

মৃতের পরিবার জানায়, সোমবার বিকেলে দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান বিনোদ। এসময় সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, কি কারণে বিনোদ আত্মহত্যা করেছেন তা বলতে পারেন না তারা।

এলাকাবাসী জানান, মাছ ব্যবসায়ী বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন। বিশেষ করে আইপিএলসহ নিয়মিত ক্রিকেট জুয়া খেলতেন। আর জুয়া খেলার টাকা জোগাড় করতে স্থানীয় একাধিক সুদি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। ঋণের চাপে বিনোদ আত্মহত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার রায় বলেন, আজ (মঙ্গলবার) লাশের ময়নাতদন্ত জন্য ঢাকা পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি