ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের বন্যা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৫ জুন ২০২২

টানা চারদিন রোদের দেখা নেই সুনামগঞ্জে, থামছে না বৃষ্টিপাত। নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। গাইবান্ধায়ও সব নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নিচু এলাকায় ডুবে গেছে ফসলী জমি।

টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন জেলা সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, জামালগঞ্জের।

দোয়ারাবাজার ও ছাতকের গুরুপূর্ণ পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। তলিয়ে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি। ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। 

ভবনে পানি ঢুকে যাওয়ায় ক্লাস বন্ধ রয়েছে অনেক এলাকার প্রাইমারি স্কুলে। রাস্তাঘাটও ডুবে আছে, যে কারণেও স্কুলে যাওয়া যাচ্ছেনা বলে জানান ভুক্তভোগীরা। 

সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গাইবান্ধায় নদ-নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও, নিচু এলাকার ফসলী জমি ডুবে গেছে। 

তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ঘাঘটসহ সব নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি