ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ক্ষেত থেকে নারীর হাত-পায়ের রগ ও গলাকাটা মৃতদেহ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১৫ জুন ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি সবজি ক্ষেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩২) নামের এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই হাত, দুই পায়ের রগ ও গলা কাটা অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়।

বুধবার দুপুর ১২টার দিকে দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ফেরদৌস পাখি পিতাম্বরপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাখি স্বামী পরিত্যক্তা ছিলেন, সে এক কন্যা সন্তানের জননী। বিবাহ বিচ্ছেদের পর থেকে নিজের মামার বাড়িতে থাকতেন পাখি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামার বাড়ি থেকে পার্শ্ববর্তী বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন পাখি। কিন্তু রাতে বোন ও মামার বাড়ি কোথাও তিনি যাননি। 

রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাখির কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। 

বুধবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেত থেকে সবজি নিতে এসে পাখির রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করেন এক নারী। স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। 

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর দুই হাত, দুই পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারীরা। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি