ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ১৫ জুন ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারি নিহত হয়েছেন। আহত হয়েছে ওই মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম রাশেদ। 

মঙ্গলবার রাত ৮টার দিকে খালেকের ইটভাটার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারির পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আহত মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম রাশেদ (২৭) চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার মৃত গোলাম দরবেশের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দশমাইল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন রাশেদ। নয়মাইল ইটভাটার কাছে পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক যুবককে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আহত রাশেদের মাথা-পাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি