ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বৃদ্ধের গলিত লাশ উদ্ধার, প্রতিবন্ধী বাবাকে বাড়িতে একা রেখে যান সন্তানরা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৫ জুন ২০২২ | আপডেট: ১৬:০৮, ১৫ জুন ২০২২

রাজশাহী মহানগরীর একটি চারতলা বাড়ি থেকে বাক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিজ বাড়ির চারতলা থেকে তার গলিত লাশ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ।

বাক প্রতিবন্ধী আলফাজ উদ্দিন (৮০) শেখের চক ২২৬নং হোল্ডিং নাম্বারের নিজ বাড়ির চারতলায় বসবাস করতেন। তার দুই ছেলে চাকরির সুবাদে ঢাকা ও যশোর থাকেন। যশোরে ছেলের কাছে থাকেন স্ত্রী। তিনি একাই ওই বাসায় বসবাস করতেন।

ফাফা

দরজা ভেঙ্গে ভেতরে ঢুকছে ফায়ার সার্ভিস কর্মীরা

বোয়ালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে এনে তালা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি বাড়ির টয়লেটের দরজার পাশে পড়ে ছিল বলে জানান ওসি।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিন-চারদিন আগে আলফাজ উদ্দিন মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি