ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সবজি ক্ষেতে মিলল নারীর গলাকাটা লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ১৫ জুন ২০২২ | আপডেট: ১৬:৪৭, ১৫ জুন ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) দুপুরে দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন সবজি ক্ষেত  থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের ভাই মো. কাউছার উদ্দিন জানান, তার বোন পাখি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে আমাদের বাড়িতেই ছিল। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাখি আমার আরেক বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সবজি বাগানে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোন তথ্য দিতে পারেনি। তবে স্বামী পরিত্যক্তা হওয়ায় কারো সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। এ বিষয়ে প্রকৃত খুনিদের ধরতে তদন্ত শুরু হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি