ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে পদ্মা সেতু নির্মাণ হয়েছে: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ১৫ জুন ২০২২

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে, জনগণের থেকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে স্বাধীনতাবিরোধী চেতনার ষড়যন্ত্রকারীরা। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও অনেক কিছু হবে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও যাবে। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের ধারা কেউ ঠেকাতে পারবে না।

বুধবার (১৫ জুন) দুপুরে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল উদ্দীন আরও বলেন, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃংখল ও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বর্ষিয়ান এই নেতা।

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ফরিদ উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় শেখ হেলাল উদ্দিন এমপির এপিএস আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, শিকদার ওয়ালিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি শহিদ মেহফুজ রচা, অধ্যক্ষ এল জাকির হোসেনসহ কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি