ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মোংলায় বিশুদ্ধ পানির সংকট চরমে (ভিডিও)

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ১৬ জুন ২০২২

বিশুদ্ধ খাবার পানির অভাবে ভুগছে মোংলার পৌরবাসী। একদিকে অনাবৃষ্টি, তারওপর মিষ্টি পানি সংরক্ষণের পুকুর শুকিয়ে হওয়ায় খাবার পানির অভাবে চরম ভোগান্তিতে আছেন বাসিন্দারা।

মোংলা পৌরবাসীর জন্য ২০০৮ ও ২০১৬ সালে মাছমারা এলাকায় খাবার পানি সংরক্ষণে দুটি পুকুর খনন করা হয়। এ পুকুরের পানি বিশুদ্ধ করে তা ওভারহেডে টাংকিতে তুলে খাবার পানির চাহিদা মেটানো হত দুই লাখ বাসিন্দার।

কিন্তু কয়েকদিনের প্রচণ্ড গরম আর অনাবৃষ্টিতে পুকুর দুটি শুকিয়ে গেছে। এ অবস্থায় বিশুদ্ধ পানির সঙ্কটে পড়েছে পৌরবাসীরা। 

পৌরসভার বাসিন্দারা জানান, “পুকুর গিয়েছে শুকিয়ে। একদিন এক কলস পাই, পরের দিন হয়তো দুই কলস পাই। পরের দিন কোন পানিই পাই না। পুকুর কাটানো দরকার বা যে কোন ব্যবস্থা না নিলে মানুষের কষ্ট লাঘব হবে না।”

সংকট সমাধানে পুকুর দুটি পুনঃখননসহ আরও একটি পুকুর খননের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। 

মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, “প্রস্তাবিত প্রকল্পে দেওয়া আছে, সেই প্রকল্প অতিসত্তর অনুমোদন দেওয়া হলে পানির যে অভাব আছে সেটা ভবিষ্যতে থাকবে না।”

পৌরসভায় গড়ে প্রতিদিন ৬০ লাখ লিটার পানির প্রয়োজন হলেও সরবরাহ করা হচ্ছে ৩০ লাখ লিটার। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি