ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ১৬ জুন ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ফয়সাল (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলের চালক হামিদ (২১) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে এগারোটায় বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের দোফা বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের মোহাব্বতপুর কাবিল মুন্সি বাড়ির আলী হোসেনের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৫ জুন অনুষ্ঠিত মীর ওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করেন ফয়সাল ও হামিদ। ভোটের ফলাফল ঘোষণা শেষে রাত সাড়ে এগারোটায় এক বন্ধুসহ মোটরসাইকেলযোগে চৌরাস্তায় যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনার শিকার হয়ে ফয়সাল ঘটনাস্থলেই মারা যায়। 

গুরুতর আহত হামিদকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ধারণা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় দুর্ঘটনার কারণ নিশ্চিত করে বলতে পারেননি কেউই।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি