ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন দণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৮, ১৬ জুন ২০২২ | আপডেট: ১৩:৩৩, ১৬ জুন ২০২২

লক্ষ্মীপুরে আহসান উল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়। 

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। 

এসময় আসামি সুমন আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক রয়েছে। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর।

নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে পোদ্দার বাজারস্থ হাবিবুল্লাহর দোকান থেকে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। পথিমধ্যে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে মো. আলম বাদী হয়ে থানায় মামলা করেন। 

পরে ২০১৫ সালে ২৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। 

দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই মামলায় সাতজনের যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি