ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্ধ্যায় মেয়ের বিয়ে, সকালে বাবাকে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ১৬ জুন ২০২২

চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্যে কোদাল দিয়ে কুপিয়ে বাবলুর রহমান (৪৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান গঙ্গাদাসপুর গ্রামের রমজান আলীর ছেলে। 

পুলিশ ঘাতক জমির হোসেনকে (৫৫) আটক করেছে। আটক জমির নিহত বাবলুর রহমানের প্রতিবেশী এবং সে মানসিক প্রতিবন্ধী।

গ্রামবাসীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবলুর রহমানের মেয়ে খাদিজা খাতুনের বিয়ে। সকাল সাড়ে ১০টার দিকে মেয়ের বিয়ে অনুষ্ঠানে একই গ্রামে বসবাসরত ভায়রাভাই মিন্টু রহমানকে দাওয়াত দিতে যাচ্ছিলেন বাবলুর রহমান। বাড়ি থেকে আনুমানিক ১শ' গজ যাওয়ার পরই প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে জমির হোসেন তার হাতে থাকা কোদাল দিয়ে বাবলুর রহমানের মাথায় আঘাত করেন। 

এতে ঘটনাস্থলেই বাবলুর রহমানের মৃত্যু হয়। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, বাবলুর রহমানের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জমির উদ্দীনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি