রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশিত : ১২:৫২, ১৭ জুন ২০২২
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাড়াশি অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্রসহ কয়েকশো রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। অভিযান চালাতে গিয়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ কামরান হোসেন জানান, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় এপিবিএন পুলিশ পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে তল্লাশি অভিযান শুরু হলে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি অটোমেটিক এসল্ট রাইফেল(COLT, USA) এবং বিপুল পরিমান তাজাগুলি উদ্ধার করা হয়। গুলির পরিমাণ প্রায় পাঁচশ রাউন্ড।
অন্যদিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের দল ক্যাম্পের পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে ৪ টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে।
এমএম/
আরও পড়ুন