ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে দুই মাদক কারবারি গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ১৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীতে পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল(৫৮) এবং একই উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানীজীবন পুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন(৪২)।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে এগারোটায় জেলার মাইজদী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কাজল এবং ইকবাল দু'জনেই পেশাদার মাদক কারবারি। এরা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন। 

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দু'জনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি