ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বন্যা পরিস্থিতিতে শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত 

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ১৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

সিলেটের বন্যা পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সকল ক্লাস-পরীক্ষা আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

শুক্রবার সকালে জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। 

তিনি বলেন, ‘‘টানা ভারী বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন অঞ্চলের সাথে বিশ্ববিদ্যালয় এলাকাও বন্যার পানির কবলে। এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী সকলকেই দূর্ভোগ পোহাতে হচ্ছে। সকলের সর্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে শুক্রবার সকালে জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি