ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ১৭ জুন ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস চারটি ইউনিট। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 

প্রত্যাক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে স্পার্ক হয়ে আগুন জ্বলে উঠে। এসময় গ্যাস লাইনের আগুন হওয়ায় এর শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এসময় সেখানে থাকা বিভিন্ন পোশকা কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন। গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মণ্ডলপাড়াসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি