ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ১৭ জুন ২০২২

নোয়াখালীর সূবর্ণচরে অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় নাজনীন আক্তার খুকি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) ভোর ৬টায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরজব্বার ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নাজনীন আক্তার খুকি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক খুকির ভাগ্নে আরিফুর রহমান সুমন (৪০) মারাত্মক আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপের চালক খোকনকে আটক করা হয়েছে।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি