ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাহাড় ধসে চট্টগ্রামে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ১৮ জুন ২০২২

চট্টগ্রামে আকবর শাহ এলাকায় পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭) রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন, শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। তারা আপন দুই বোন। বাকি দুজন হলেন- লিটন (২১) এবং ইমন (১৪)। তারাও আপন দুই ভাই।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার এনামুল হক গণমাধ্যমকে বলেন, “বরিশাল ঘোনার পাহাড় ধসে আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে বিজয় নগর লেকসিটি এলাকার পাহাড় ধসে লিটন ও ইমন নামে আপন দুই ভাইয়ের মরদেহ মাটি চাপা থেকে উদ্ধার করা হয়।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি