ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বজ্রপাতে কলেজ শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫২, ১৮ জুন ২০২২

আতাউর রহমান

আতাউর রহমান

নাটোরে বজ্রপাতে আতাউর রহমান (৫২) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার কাফুরিয়া পাইকপাড়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান পাইকপাড়া গ্রামের হালিম সরকারের ছেলে এবং বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী শিক্ষক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির ভাব দেখে শিক্ষক আতাউর রহমান রোদে শুকাতে দেওয়া ধান তুলতে বাড়ির ছাদে ওঠেন। এসময় বজ্রপাত হলে তিনি ওই ভবনের পাশের নিচু একটি ঘরের ছাদের ওপর ছিটকে পড়েন। 

বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে শিক্ষক আতাউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াছিনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাজেদুর রহমান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি