ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১৮ জুন ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে আইরিন আক্তার রাফি (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুন) ভোরে ঘোষকামতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আইরিন আক্তার রাফি সোনাইমুড়ির ঘোষকামতা গ্রামের মহিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম নুরুল আমিন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, “এক সপ্তাহ আগে মহিবুর রহমান ছুটি শেষে সাউথ আফ্রিকা চলে যান। ননদের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রাফি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।”

মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

অপমৃত্যু মামলা রুজু করে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
 
আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি