ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত, সহকারি আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ১৮ জুন ২০২২

গাজীপুরের মেম্বারবাড়ী এলাকায় কভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী (হেলপার)।
 
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক কভার্ডভ্যান চালক। 

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় একং চালক শামসুল হক ঘটনাস্থলে মারা যান। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি