ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১১, ১৮ জুন ২০২২ | আপডেট: ১৫:১৬, ১৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় খোকন শেখ (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার যতারপুর-কোমরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন যতারপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিস্কুট ও পাউরুটি ব্যবসায়ী খোকন শেখ প্রতিদিনের ন্যায় কোমরপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মেহেদি রাসেল জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি