ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পদ্মাসেতু উদ্বোধন: উল্লাপাড়ায় প্রচারণায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৯, ১৯ জুন ২০২২

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উন্নয়ন প্রচারণা চালিয়েছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। 

দেশের বিভিন্ন জেলায় দশদিনব্যাপী উন্নয়নমূলক প্রদর্শন, আলোচনা, প্রচারণা, সঙ্গীত অনুষ্ঠানের অংশ হিসেবে শনিবার বিকালে উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চত্তরে কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমাণ সাংস্কৃতিক টিম গানে গানে ও আলোচনায় উন্নয়ন প্রচারণা পরিচালনা করে। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম ও উপদেষ্টা কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান। 

জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, জেলা কমিটির অর্থ সম্পাদক শাহেদ সেলিম খান, যুব ও ক্রীড়া সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, ত্রাণ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ সাহান, সদস্য এস এম আরিফ প্রমুখ। 

আলোচনা শেষে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক টিমটি পদ্মাসেতুসহ শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে রচিত গান প্রচার করে। টিমটি উল্লাপাড়া উপজেলা শহর ছাড়াও জেলার কামারখন্দ, রায়গঞ্জ, শাহজাদপুর, কাজীপুর, তাড়াশসহ বিভিন্ন উপজেলা শহর প্রদক্ষিণ করবে।

উল্লেখ্য, এর আগে ১৬ জুন ঢাকার সংসদ ভবন এলাকা থেকে ১০ দিনব্যাপী এ প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি