ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১৯ জুন ২০২২

পদ্মার পানি বৃদ্ধির ও তীব্র স্রোত ও ফেরি সঙ্কটের কারণে ব্যাহত হচ্ছে দেশের গুরুত্বপূর্ন নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ফেরি পারাপার। ফেরিগুলোকে নদী পার হতে সময় লাগছে দ্বিগুণের চেয়েও বেশি। ফেরি পারাপার ব্যাহত হওয়ায় নদীর দৌলতদিয়া প্রান্তে তৈরি হয়েছে যানবাহনের লম্বা সারি।

রোববার (১৯ জুন) সকালে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে পরে পন্যবাহি ট্রাক ও যাত্রিবাহি বাসসহ অন্তত ৬ শত ছোটবড় যানবাহন। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মা নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি শুরু হয়েছে। এতে পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। স্রোতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তাছাড়া স্রোতের কারণে এই নৌরুটে দুটি ফেরি বিকল হয়ে ভাসমান কারখানায় আর দুটি ফেরি স্রোতে চলতে না পারায় বন্ধ রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে। ঘাটের যাত্রী ভোগান্তি কমাতে যাত্রিবাহিবাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করানো হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি