ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেফতার ২ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ১৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৪ মিলিগ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক কারাবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় সিরাজপুর ইউনিয়নের বড়রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাদাত হোসেন সজিব প্রকাশ কসাই সজিব (৩০) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিজয়পুর গ্রামের ওবায়দুল হকের ছেলে ও দাউদুল ইসলাম হেঞ্জু (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক এসএম মিজানুর রহমান বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক অভিযান চালিয়ে বড়রাজাপুর স্কুলের পশ্চিমে সূত্রধর বাড়ির প্রবেশের রাস্তা থেকে দুই আসামিকে আটক করে। পরে আসামি সজিবের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৪ মিলি গ্রাম ক্রিস্টাল মেথ আইস (উচ্চ মাত্রার অ্যামফিটামিন) জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু (নম্বর-১২) করে দুই আসামিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি