ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৭, ১৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

বন্যার পানি নামতে শুরু করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত শুক্রবার দুপুর থেকে ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাউড়া বাঁধ ভেঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১২ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  এতে ১৮২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।  

জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, তবে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার পাশাপাশি ১৫৪টি পরিবারকে রোববার ২০ কেজি করে চাল ও ত্রাণের বক্স প্রদান করা হয়েছে। এদিকে তাদের চিকিৎসার জন্য ১০০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু করেছে আখাউড়া উপজেলা প্রশাসন।

ক্ষতিগ্রস্ত হাওড়া নদী রক্ষাবাঁধ সংস্কারে পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। পানি কমার সঙ্গে সঙ্গে এর কাজ শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি