ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দুই সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, উদ্ধার ১ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৭, ১৯ জুন ২০২২

গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় দুই শিশু সন্তান নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এসময় স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করলেও বাকি দুইজনের কোন খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে ডুবরী দল ও ফায়ার সার্ভিসের চেষ্টা করছে।  

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনা উদ্ধার শিশুর নাম তাহমিদা আক্তার (৯)। নিখোঁজ দুইজন হলেন মা আরিফা আক্তার (৪০) ও মেয়ে মুর্শিদা আক্তার (৭)। 

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, দুই বছর পূর্বে আরিফার পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি স্বামী আব্দুল মালেক মারা যান। এরপর থেকেই অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি এবং দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি সিংহশ্রীতে বসবাস করেন। আরিফা ধীরে ধীরে মানসিক সমস্যায় পড়েন। তার মা শিশু দুই মেয়েকে নিয়ে শীতলক্ষ্যা নদীর পার থেকে হঠাৎ ঝাঁপ দেয়ার পর একজনকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও অপর দুইজন স্রোতের টানে কোথায় চলে গেছে, এখনও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।  

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ছাবেদ আলী খান বলেন, এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি