ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বড় মেয়েকে হত্যার পর স্ত্রী-ছোট মেয়েকে কুপিয়ে আহত

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ২০ জুন ২০২২

রংপুরের পীরগাছায় ১১ বছর বয়সী মেয়েকে জবাই করে হত্যার পর স্ত্রী ও অপর মেয়েকেও কুপিয়ে গুরুতর আহত করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল স্বামী রশিদুল ইসলামের। রোববার সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত রশিদুল স্ত্রী জেসমিন আখতারকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। 

এ সময় তার ১১ বছর বয়সী মেয়ে জিম এগিয়ে এলে তাকে জবাই করে হত্যা করে রশিদুল। এরপর ছোট মেয়ে জুইকেও কুপিয়ে আহত করেন।

পরে রশিদুল বিষপান ও নিজের গলায় ছুরি চালান। 

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন ও জুইকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘাতক স্বামী রশিদুল ইসলামকে পুলিশী পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি