ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পদ্মাসেতুর উদ্বোধন ঘিরে নোয়াখালীতে ১৪টি চেকপোস্ট স্থাপন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ২০ জুন ২০২২

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্নভাবে পালনের লক্ষ্যে নোয়াখালীতে পুলিশের ১৪টি চেকপোস্ট চালু করা হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ৯টা থেকে জেলার নয় উপজেলার ১০ থানার নিরাপত্তায় এ তল্লাশি চৌকি বসানো হয়।

এর মধ্যে সুধারাম ও বেগমগঞ্জে দুটি করে, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, চরজব্বর, হাতিয়া ও ভাসানচর থানায় একটি করে এবং জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক বিভাগের আরও দুটি চেকপোস্ট চালু করা হয়েছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, “গর্বের পদ্মাসেতুর উদ্বোধনে যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের নাশকতা বা বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে জেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণকে বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার অনুরোধ করছি।”

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশের টাকায় নির্মিত গর্বের পদ্মাসেতুর উদ্বোধন উৎসব উপলক্ষ্যে নোয়াখালীতে ২৫ জুন সকাল ৯টায় র‌্যালী, ১০টায় কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ, সন্ধ্যা সাড়ে ৭টায় লেজার শো প্রদর্শনী ও রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি