ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

‘যেখানে যোগাযোগ ব্যবস্থা ভাল সেখানে ত্রাণ কর্মকাণ্ড বেশি’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২০ জুন ২০২২ | আপডেট: ১৯:৪২, ২০ জুন ২০২২

যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ত্রাণ কর্মকাণ্ড বেশি, তবে যেসব এলাকা দুর্গম সেখানে ত্রাণ ব্যবস্থাপনা কম বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো রোগের সংক্রমণের খবর পাওয়া যায়নি। সামনেও কোনো খারাপ খবর পাওয়া যাবেনা বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বলেন, প্রতিটি আশ্রয়কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ বিভিন্ন ওষুধপত্র পৌঁছে গেছে। আর ত্রান দেওয়া হচ্ছে, যেসব এলাকায় রান্নার ব্যবস্থা রয়েছে সেসব এলাকায় চাল-ডাল দেওয়া হচ্ছে। 

আর যেসব এলাকায় রান্না করার উপায় নেই সে সব এলাকায় শুকনা খাবার পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

এসবি/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি