ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ২১ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওশন আরা আক্তার মিতু (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২০ জুন) রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মিতু বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মো. আবদুল হালিমের মেয়ে। তিনি নানার বাড়িতে থেকে জৈতুন নাহার কাদের মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিতু। তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি