ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যমুনার তীর রক্ষা বাধে ধস, এলাকা জুড়ে আতঙ্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২১ জুন ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনার ডান তীর রক্ষা বাধের গালা ইউনিয়নের বিনোটিয়া ও মাজ্জানে ১০০ মিটার জুড়ে ধস নেমেছে। ক্রমেই বেড়ে চলেছে এর বিস্তৃতি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে এ দুটি স্থানে শুরু হওয়া ধস ঠেকাতে কোন পদক্ষেপ না নেয়ায় এর বিস্তৃতি বাড়ছে ক্ষণে ক্ষণে। 

এলাকাবাসী জানায়, ২০১০-১১ অর্থবছরে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার বাধটির মঙ্গলবার ভোরে বিনোটিয়া অংশে ধস শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাধের সিসি ব্লক ও জিও টেক্স বিলীন হয়ে ধসের এলাকা বেড়ে যায় ৩০ মিটারে। একইভাবে মাজ্জানেও প্রায় ৭০ মিটার ধসে যায়। 

যে কারণে সবার মাঝে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 

স্থানীয়রা আরও জানিয়েছে, বাধ ধসের আশপাশে রয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও ৫০ মিটার পশ্চিমে বন্যা নিয়ন্ত্রণ বাধ। তাই দ্রুত পদক্ষেপ না নিলে সবই বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
 
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বিষয়টি পাউবোকে জানান হয়েছে।

দ্রুত ধস ঠেকাতে পদক্ষেপ নেবার কথা জানিয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এলাকাবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি