ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নলডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোর  প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ২১ জুন ২০২২

নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু  হয়েছে। নিহতের নাম মো. শাজাহান আলী (৪৫)। মঙ্গলবার বিকেল তিনটার সময় উপজেলার শেখপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী ওই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। 

নলডাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে দিকে বাড়ির পাশে বিলে ধানের বীজতলা প্রস্তুত করতে যান শাজাহান আলী। 

এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাজাহান আলীর মৃত্যু হয়।

কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি