ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৪, ২১ জুন ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরে বজ্রপাতে আবু বক্কর (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের জামতলা মাঠে এ ঘটনা ঘটে। 

এসময় আহসান হাবিব ও রহমতুল্লাহ নামের দুজন কৃষক আহত হয়েছে। নিহত আবু বক্কর রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।
 
স্থানীয়রা জানান, আবু বক্কর সহ কয়েকজন তার নিজ জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে আবু বক্কর,আহসান হাবিব ও রহমতুল্লাহ আহত হয়। আহতদের দ্রত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
 
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন বলেন, আবু বক্করকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যায়। এছাড়া আহত অবস্থায় দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি