ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৩৮, ২ জুলাই ২০১৭

উজানের ঢল আর ভারী বর্ষণে সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৌলভীবাজারের তিন উপজেলার কয়েক হাজার বাড়িঘর এখন পানির নীচে। এদিকে, ভারতের বরাক নদী দিয়ে প্রবল বেগে পানি আসায় সিলেটে কুশিয়ারার পানি বেড়ে ৬ উপজেলার শতাধিক গ্রাম তলিয়ে গেছে।
উজানের ঢল আর বৃষ্টির কারণে হু হু করে বাড়ছে কুশিয়ারার পানি। সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরের শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় পানিবন্দী লাখো মানুষ। খাদ্য সংকটে ভুগছে এ’সব এলাকার স্বল্প আয়ের মানুষেরা।
তবে, বানভাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।
সিংক: মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সংসদ সদস্য, সিলেট-৩
এদিকে, উজানে ভারী বর্ষণের কারণে পানি বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কুলাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
দুই সপ্তাহ ধরে পানিবন্দী জুড়ি উপজেলার কয়েক হাজার মানুষ। প্রধান প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় হাওর পাড়ের হাজার হাজার মানুষ পানির উপর ভাসমান দিন কাটাচ্ছে।
দুর্দশা কমাতে পর্যাপ্ত ত্রাণ দেয়ার দাবি জানিয়েছে হাওর পাড়ের এ’সব মানুষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি