ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক যোগ দিবস পালন করল গান্ধী আশ্রম ট্রাস্ট

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ২২ জুন ২০২২

Ekushey Television Ltd.

গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের (উচ্চ বিদ্যালয়) হলরুমে আন্তর্জাতিক যোগ দিবস-২০২২ পালিত হয়েছে।
 
মঙ্গলবার (২১ জুন) দিবস পালন উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক সিইও রাহা নব কুমারের সভাপতিত্বে আলোচনা সভা এবং যোগ ব্যায়াম চর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
‘মানবতার জন্য যোগ’ প্রতিপাদ্যের আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের সাবেক অনারারি প্রধান শিক্ষক এবং শান্তি কর্মী শ্রীমতি তন্দ্রা বড়ুয়া।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
 
তিনি বলেন, “দেহ মন আধ্যাত্ম সব দিক থেকেই যুব শিক্ষার্থী সহ সকলেরই সুস্থতা দরকার। মানুষের সুস্থতার জন্য এবং সমাজে বসবাসরত মানুষের শান্তির জন্য নিয়মিত যোগ ব্যায়াম চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম।”
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল, পিস কো-অর্ডিনেটর অসীম কুমার বকসী, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কোর্ডিনেটর খায়রুজ্জামান খোকন, গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের (উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, গান্ধী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী মজুমদার প্রমুখ।

আলোচনা শেষে যোগ ব্যায়াম চর্চা ও সাংস্কৃতিক পর্ব সহায়তাকরণে ছিলেন গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের সাবেক অনারারি প্রধান শিক্ষক এবং শান্তি কর্মী শ্রীমতি তন্দ্রা বড়ুয়া এবং বরিশাল ডি এম এন্ড ইয়োগা সেন্টারের প্রশিক্ষক সুমন চন্দ্র দাস।

আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি