ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ২২ জুন ২০২২

রাজবাড়ীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলিসহ মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখ (৩৫)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পালসার মোটরসাকেল উদ্ধার করা হয়।

বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন।

গ্রেফতারকৃত দুল্লা শেখ পাবনা জেলার আমিনপুর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমান রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া মাতাইল্লাপাড়ায় বসবাস করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২টায় অভিযান পরিচালনা করে ডিবির একটি বিশেষ টিম। অভিযানে চরলক্ষীপুর গ্রামের পারভেজের মুদি দোকানের পাশে রাস্তার উপর থেকে মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত শামিম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা, রাজবাড়ীর বিভিন্ন থানায় অস্ত্র,
ডাকাতিসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি