ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০১, ২২ জুন ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে দোকানের সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছ। নিহতরা হলেন জুলহাস ও সায়েম। এঘটনায় অপর একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুর দিকে চেরাগ আলী মার্কেট সুরতরঙ্গ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিলবাদারা গ্রামের জিল্লুর হোসেনের ছেলে। সায়েম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর চেরাগআলী এলাকায় দোকানের সাইনবোর্ড অপসারণ করার সময় দোকান মালিক সায়েম ও ভ্যান চালক জুলহাস বিদ্যুৎস্পৃষ্টে দ্বিতীয় তলা থেকে নিচে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এঘটনায় অপর একজন আহত ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি