ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে বিলুপ্ত প্রজাতির তক্ষক উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ২২ জুন ২০২২

রাজবাড়ীতে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের অংকুর স্কুল এন্ড কলেজের অফিস কক্ষ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। পরে সেটি উন্মুক্ত স্থানে অবমুক্ত করে দেওয়া হয়।

জান যায়, রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে ওই স্কুলের আয়া আলমিরা পরিষ্কার করছিলেন। এসময় তক্ষকটি দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠেন। পরে তার চিৎকার শুনে অনান্য শিক্ষকেরা দ্রুত কক্ষে প্রবেশ করেন। সেখানে গিয়ে দেখতে পান বড় একটি টিকিটিকর মত প্রাণী। সে সময় প্রাণীটিকে কৌশলে একটি পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফেলেন। পরে সেটিকে প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ বলেন, রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের অফিস প্রধান কল্লোল আহমেদ একটি তক্ষক প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে তিনি বন কর্মকর্তার সাথে কথা বলেছেন। তাদের পরামর্শে তক্ষকটি প্রাণী সম্পদের অফিসে ও পেছনে জঙ্গলে অবমুক্ত করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি