ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কবিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ২৩ জুন ২০২২

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. আল আমিন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালকসহ ৩ জন।

বুধবার বিকাল ৪টার দিকে ওলি মাঝির খেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল আমিন ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড নলুয়া ভূইয়ারহাট এলাকার আবদুর রহমানের ছেলে। সে আবদুল্যাহ মিয়ার হাট আইডিয়াল একাডেমির শিশু শ্রেণির ছাত্র। আহতরা হচ্ছেন নিহত আল আমিনের মামা মো. জিহাদ (১৪)সহ তিনজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে বিকালে বাড়িতে থাকা একটি মোটরসাইকেলের চাবি নিয়ে আল আমিনসহ ৩ শিশুকে নিয়ে বের হয়ে যায় জিহাদ। বাড়ির সড়ক পার হয়ে বিকাল ৪টার দিকে নলুয়া ভূইয়ারহাট-আবদুল্যাহ মিয়ারহাট সড়কে দিকে যায় তারা। তাদের মোটরসাইকেলটি ওই সড়কের ওলি মাঝির খেয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে গিয়ে ধাক্কা লেগে ধুমড়ে মুঁচড়ে গিয়ে মোটরসাইকেল থাকা ৪ জন আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি