ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হলো না বেকারি ব্যবসায়ীর

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬, ২৩ জুন ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে বেকারি ব্যবসায়ী আজিজুর বিশ্বাসকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (২২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর ওই গ্রামের গহের বিশ্বাসের ছেলে।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের সঙ্গে আজিজুর বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুর ২টার দিকে আজিজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। 

আজিজুর বাড়ি থেকে পাশের শিয়রবর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠু সরদারসহ তার লোকজন আজিজুরকে ধরার চেষ্টা করেন। এ সময় আজিজুর দৌড়ে পাশের সবুর হোসেনের ঘরের মধ্যে ঢুকে বাঁচার চেষ্টা করেন। প্রতিপক্ষরা ওই ঘরের মধ্যে ঢুকে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি