ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোহনগঞ্জ থেকে ঢাকা-ময়মনসিংহ নেত্রকোনা রুটে ট্রেন চলাচল শুরু

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৫, ২৩ জুন ২০২২ | আপডেট: ১৩:০২, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

বন্যার পানির তোড়ে রেলের একটি সেতু ভেঙে যাওয়ার পাচঁদিন পর সরাসরি ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু করেছে।

মোহনগঞ্জে আটকে পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনট্রি বৃহস্পতিবার সকালে ছেড়ে যায় বলে জানান বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

এর আগে গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্রা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলওয়ের ব্রিজটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এর ফলে এ পথে রেল যাতায়াত বন্ধ হয়ে যায়। 

সেতু ভেঙে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

ঘটনার একদিন পর বারহাট্রা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশের চলাচল করে ট্রেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি