ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হবার পর চরহাজারী ইউনিয়নে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য আহছান উল্যাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আহছান উল্যা চরহাজারী ১নং ওয়ার্ডের আবদুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্যআইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পতি উপজেলার একাধিক জনপ্রতিনিধির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযানে নামে।

পুলিশ জানায়, চরহাজারীর সাবেক মেম্বার আহছান উল্যাহকে তার বাড়ির সংলগ্ন দোকান ঘর থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসত ঘরের নিজের শয়ন কক্ষ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এসব ভিডিও নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি