ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এবার বরিশালে তিন নবজাতকের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ২৩ জুন ২০২২

নারায়ণগঞ্জ-কুমিল্লার পর এবার বরিশালে তিন কন্যা সন্তানের জন্ম হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর নামকরণে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।   

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে নগরীর সদর রোডের মোকলেছুর রহমান হাসপতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই তিন শিশুকন্যার জন্ম হয়।

জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামের বাসিন্দা মোটরসাইকেল চালক (ভাড়ায় চালিত) মোঃ বাবু সিকদারের সন্তানসম্ভবা স্ত্রী নুরুন্নাহারকে আজ সকালে বরিশাল নগরীর সদররোডের মোকলেছুর রহমান হাসপতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। 

সকাল ৯টায় ডাঃ মুন্সী মুবিনুল হক জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন। এসময়ে ৩ শিশু কন্যার জন্ম হয়।

সদ্যজাত তিন শিশুকন্যা এবং মা সুস্থ্য আছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। 

এদিকে ৩ শিশুকন্যার বাবা বাবু সিকদার বলেন, “তিন কন্যা জন্ম হওয়ায় আমরা খুশি। এদের জন্ম যেমন আমাদের মুখে হাসি ফুটিয়েছে ঠিক তেমনিভাবে পদ্মা সেতু পেয়েও আমরা অনেক খুশি। এজন্য পদ্মা সেতু স্মরণীয় করে রাখতে ৩ সন্তানের নাম রাখলাম স্বপ্ন, পদ্মা ও সেতু।”

সকালে এই সংবাদ ছড়িয়ে পড়লে ৩ কন্যা সন্তানকে দেখার জন্য হাসপাতালে ভীড় করছেন অনেক মানুষ।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি