ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কর্মচারীর হাতে ব্যবসায়ী খুন: গ্রেপ্তার ৩ 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীর হাজীপুরে ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে সুজিত সুত্রধর (৫২) নামে এক কাঠ ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। 

এর আগে, বুধবার রাত নয়টার দিকে হাজিপুর কাঠ বাজার এলাকায় তার দোকানের কর্মচারী মাসুমের নেতৃত্বে দেশীয় অস্ত্রের আঘাতে খুন হন ব্যবসায়ি সুজিত। নিহত সুজিত সূত্রধর হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সুজিত সুত্রধরের কাঠ ব্যবসায় দোকানের কর্মচারী মাসুমের সাথে আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত বিরোধ ও অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। বিরোধ মেটাতে স্থানীয় ব্যবসায়িদের নিয়ে বুধবার সন্ধ্যায় হাজিপুর কাঠ বাজার এলাকায় সালিশ বসে। সালিশের এক পর্যায়ে দুই পক্ষই উত্তেজিত হয়ে পড়ে এবং মামুনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ব্যবসায়ি সুজিতের ওপর হামলা চালায়। 

ঘাড়ে ও গলায় ছুরির আঘাতে রক্তক্ষরণ হলে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সুজিত। 

ঘটনার পর রাতে অভিযান চালিয়ে মাসুম, শিমুল মাহমুদ এবং সোহাগ মিয়া নামে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ সুপার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি